তোমাকে ছুঁয়েছি-
চাঁদ যেমন ছুঁয়ে দেয়
আকাশকে ছড়ায় জ্যোৎস্নার
প্লাবন যেখানে প্রেমময় তৃষ্ণা
ছুঁয়েছো তুমি ভালোবাসায়।

তোমাকে ছুঁয়েছি-
বসন্ত বাতাসে ফাগুনের
আবেশে যেমন ছুঁয়ে যায় মন
তেমনি করে অপার মহিমায়
জয় করেছি তোমাকে।

তোমাকে ছুঁয়েছি-
রাত্রির প্রগাঢ় অন্ধকার ছুঁয়ে
থাকে আকাশ মাটি জল নদী
ও সমুদ্র মিশে আছে অনাদিকাল ঠিক তেমনি মিশে আছি তোমাতে।




___________
লালমনিরহাট
সন্ধ্যা: ৭টা ১৫ মি
২৬.০২.২০২৪