উৎসর্গ: ইলোরা গুপ্ত ইলু
ফিরে আসে বারবার পরাজিত
অনিন্দ্য প্রেমে, কবি ও কবিতা
মেলবন্ধনে- সেখানে কবিতা
বরাবর প্রেমিকা আর সাথে থাকে
নীলাঞ্জনা।
কবিতার নীলাঞ্জনা কবি তাঁর
প্রেমিক পুরুষ মাঝে অবিনাশী
প্রেম যেখানে পরাজিত হয়-
ভালোবাসার কাছে ছুঁয়ে কবি ও
কবিতায় সে নীলাঞ্জনা।
______==___
লালমনিরহাট।
২৩.১২.২০২৪