প্রত্যাশা অনেক কিন্তু প্রাপ্তি
যদিও অল্প, এখানে তুমিও
শুণ্যতা রাখতে চাইলে
বলবার কিছু থাকে কি করে!
আমিতো এগিয়ে এসেছি
ছুঁয়ে দিতে মন এবং
ভালবাসা যদি গ্রহণ না করো
তবে প্রাপ্তি হোক তা
শুণ্যতায়।

কবিও কবিতার মতো
উচ্চারিত যেন তুমি প্রাপ্তি মন
প্রাণের মেলবন্ধন, তুমিতো
অবিনাশী, প্রত্যাশা অনেক
ঘিরে তোমায় আসে স্বপ্ন
ছড়িয়ে প্রেম মুগ্ধতা,
প্রাপ্তি হও ছুঁয়ে দাও মন
বিশ্বাস আঁকো স্বপ্ন।

স্বপ্ন এবং বাস্তবতায় তুমি
প্রাপ্তি হও নিবেদন গ্রহণ
করো প্রত্যাশার পরিসমাপ্তি
হোক ভালবাসায় অবিনাশী
প্রেমে, আমার ভাঙা ঘরের
ফুটো দিয়ে আসুক চাঁদের
আলো জমিয়ে তুলুক আনন্দ,
হে অবিনাশী হে মুগ্ধতা জয়
করো সমস্ত।