কবিতার মতো প্রতিটি লাইনে
ছুঁয়ে দেয় সোহাগী বিশ্বাস
আজতো কামনারা তৃষ্ণার
মতো ছুঁতে চায় কবির প্রেম।

লাজুকলতা যদি জয় করে
লুকায়িত শরীর তবে কবিও
ছুঁয়ে দেখুক কামুকতা তবে
কি আজ লজ্জাবতী সেই
নারী।

কবিতো প্রেমিক হয়ে
জ্যোৎস্নার প্লাবনে মিশেছিল
প্রেমিকা কখন যে হয় উঠে
কবিতা রূপে, তবে আজ না
হয় কবি পরাজিত হোক
শরীরে শরীরে ভালোবাসার
গন্ধে।

কবিও কবিতা মিলিত
উচ্চারণে জেগে উঠে প্রেম
এ যেন জ্যোৎস্না রাতের
প্লাবন ভিজিয়ে দেয়
অবগাহনে।