বেশতো চলে যাচ্ছে দিন
কিছু চাওয়া নেই পাওয়ার
ইচ্ছেও নেই ভাল চলছে;
চলুক এভাবেই সমস্যা নেই
তাতে।

এতোকিছু দিয়ে কি হবে সব
কম থাকাই ভাল তাহলে
চাওয়াটাও ছোট হয়, চলুক
এভাবে যাচ্ছেতো দিনগুলো
ভাল আছি এভাবেই।

ভাল থাকা যে ভাল তুমি
বুঝো কি সেটা? এভাবে
চলুক দিন চাওয়া পাওয়ার
হিসেব মিলিয়ে আর দেখে
কি হবে যা আছে তা নিয়েই
ভালোই চলছে।