শুণ্য থেকে শুরু হোক পুড়ে
যে গেছে সমস্ত, এসো নতুন
করে শুরু করি, জ্বলে পুড়ে
য়ে গেছে মন তবুও বলি
এসো শুণ্য থেকে শুরু করি,
অনুভব তবে কি পুড়ে জ্বলে
শেষ এই শহর এইযে
অট্টালিকা কেন সবুজয়তা
শুণ্য! সব থেকেও তবুও যেন
কিছু নেই, এসো শুণ্য থেকে
শুরু করি।
এসো শুণ্য থেকে এগিয়ে
গিয়ে একটা স্বপ্ন নির্মাণ করি
সাহসী স্বপ্ন যদিও আজকাল
দুঃস্বপ্ন গিয়ে খায় সবকিছু
তবুও বলি এসো শুরু করি,
নতুন দিনের স্বপ্ন দিনবদলের
গান সবকিছু কি দুঃস্বপ্ন
মেশানো।
এসো শুরু করি সাম্যের চির
আনন্দে গেয়ে উঠি গান চির
তারুণ্যে প্রেম আর
ভালবাসায়, নন্দিত স্পন্দন
জাগুক মনে চল নতুন করে
শুরু করি, আগ্নেয়গিরি
বুকের কোণে জ্বলে উঠবার
একটুমাত্র সময় জ্বালিয়ে সব
পুড়িয়ে সব চল জ্বলে উঠি।