আর একবার চল হারিয়ে যাই দুজনে-
হাতে রেখে হাত আগামীর সূর্যটাকে ধরি,
মন চায় চল হারিয়ে যাই-
সত্যিটাকে নিয়ে দিনগুলো নিয়ে এগিয়ে যাই।
জানি তুই আবারও হারিয়ে যাবি মনটাকে হারাবি!
রাতকে দিন বানিয়ে চলনা দুজন হারিয়ে যাই-
প্রেমের প্রদীপ জ্বালিয়ে খুঁজে নেই সুখ,
চলনা সখী হারিয়ে যাই।
দিনবদলের গানে সুর মিলিয়ে চল দুজন সত্যি সত্যি হারিয়ে যাই-
আগামীকাল আসবে নতুন দিন তুই আর মিলে চল বদলিয়ে ফেলি আগামীটাকে।
_____________
লালমনিরহাট
১৪.০৭.২০২৪