বলি শোনো
কেন যে অভিমান
অভিমানী লুকিরে মুখ
জল ছলছল
প্রশান্তি খুঁজে কেন যে
কাঁদো।

এই যে সুখ
চেয়ে থাকে তার সুখ
কতদিন ভুল চাওয়া
এই তবে মিছে মায়া
অভিমানী মুখ ছবি
কেন তবে দূরদেশী।

লুকায়িত সুখ
লুকিয়ে তার মুখ
অনন্ত প্রেম কাছে আনে সুখ
অভিমানী তুমি
তুমিই কবি ভালোবাসা আছে
চোখ তার সাথে।