উৎসর্গ: আসমা তালুকদার
সুনিপুণা
শাশ্বত বিশ্বাস অবিনাশী প্রেম
জাগাতে নিজেকে অন্ধকারে
রেখে আলো খুঁজে লাভ কি
বলো?
শাশ্বত বিশ্বাসে জন্ম হয়
অবিনাশী প্রেম, যেখানে ছুঁয়ে
দেখে রূপালী চাঁদ জ্যোৎস্নার
প্লাবনে ভিজে দেখেছো কখনো;
প্রেমময় সুখ ছুঁয়েছো কি?
নিজকে আবিষ্কার করো
চিরনতুনের গানে, সাম্যের
আনন্দে খুঁজে দেখো প্রেম
আসবে চিরন্তন প্রেম।
_______
লালমনিরহাট
০৩.১২.২০২৪