তোমার কাছে পরাজিত
হলাম এই ভেবে আনন্দ
বাতাস ছড়িয়ে দিল চারপাশ,
সত্যিই তুমি অসাধারণ মুগ্ধ
হই যেন কবিতার শুদ্ধ
উচ্চারণে, অনিন্দ্য আয়োজন
শুধুই আমার জন্য।
ভালোবাসা সে এক
অবিনাশী পাওয়া যা হয়তো
তুমিই দিয়েছো, আনন্দ
উপভোগে এগিয়ে যায় কবি
ও তার চিরচেনা কবিতা
যার খুঁজে পেলো তোমায়
বিশ্বাসের ভালোবাসা হয়ে।
তোমাকে যতই আবিষ্কার
করি নতুন কোন কবিতার
মতো ঠিক তুমিই দেখাও পথ
প্রেম আর প্রীতিতে মুগ্ধ
আমি মুগ্ধ আমার কবিতারা
বারবার বলছে পরাজিত হও
প্রেমে ভালোবাসায় যেখানে
পরাজয় বলে কিছু নেই;
আছে প্রেম যা তুমিই
দিয়েছো চিরনতুন গানে।