নীলাঞ্জনা
কবিতার প্রেমময় সুধায় লাগুক
সুখময় বাতাস, বসন্তের আবরণে প্রেম ছুঁয়ে জয়ী করুক ঠিক যেন প্রান্তিক মানুষের স্বপ্নের মতো;
যেখানে তুমি প্রেমিকা হয়ে আসো পূর্ণিমা রাতে পূণ্যবান মাধুরীতে! প্রাপ্তি হোক শুভমুহুর্ত জয় হোক কবি তার কবিতার।

নীলাঞ্জনা
লুকিয়েছে প্রেম আত্মিক শুভবুদ্ধি
কবিতার প্রেমে মানুষের জীবন
জয়ের, কবিও তারুণ্যের প্রেমিক
হয়ে জয় করুক ক্ষুধা দারিদ্র্যকে,জয় করুক মানুষ স্বপ্ন আর প্রিয়তম দেশ অনিন্দ্যসুন্দরে, কবি ও কবিতার সম্মিলিত উচ্চারিত শব্দে-  চিরবসন্ত উপভোগে।





________
সম্পাদনা
লালমনিরহাট
২৬.১০.২০২৪