স্বপ্ন আর অপেক্ষা এই দুটো
নিয়েই শেষ করো সমস্ত রাত,
ভাবনার অলিগলি বন্ধ করে
রেখে অচিন রাস্তা বেছে নিয়ে
কি বুঝাতে চাইছো?
একটিবার নিজের দিকে
তাকিয়ে দেখো, এই দেশ এই
মাটি এই মানুষজন তোমাকে
ঘিরে প্রত্যাশা একটু হলেও
ভেবে দেখো।
মানুষ মানুষের কাছেই
প্রত্যাশা করে, পুরণ করতে
চায় তার চাওয়া, তুমি কেন
তাদের আলাদা রেখে
নিজেকে নিয়েছো গুটিয়ে
নিয়ে কেন এভাবেই শেষ
করছো নিজেকে? প্রত্যাশা
প্রাপ্তি এই নিয়েই আমাদের
জীবনের খেলা, এবার
নিজেকে নিয়ে ভাবো
একটিবার হলেও।
রাতের পর রাত স্বপ্ন সাজাও
যে স্বপ্ন মানুষকে মানুষ রূপে
সম্মানিত করে দিনবদলের
গানে জেগে উঠে প্রান্তিক
মানুষ, সাম্যের চিরনতুনের
আহবানে মুক্তির সংগ্রামে
যুক্ত হয়, তুমিও তাদের জন্য
সাজাও সেই স্বপ্ন স্বপ্ন এবং
লজীবন জয়ে, পিচ্ছিল
হলেও পথ হেটে যাও পথের
শেষপ্রান্তেই অপেক্ষা করছে
বিপ্লব।
______________
লালমনিরহাট
০৮.০৬.২০২৪