যাপিত জীবন এই ঘর এই
সমাজ সবই আমাদের সুখ
খুঁজে সুখ ছুঁয়ে দেখার
আনন্দ আয়োজনে
স্বপ্নগুলো সত্যিই হবে যদি
তাকে জয় করে থাক পরম
সুখে কিংবা দুখে।
অবিনাশী প্রেম সেখানেই
জয় করে জীব এবং
জীবনকে, এইযে জীবন
এইযে জীবন জয়ের গান
সবইতো আমাদের মুক্তির
চির আনন্দ আয়োজন।