প্রেমহীন সংসার যেন যুদ্ধের
সামিল; তবুও বৃষ্টি এবং বাতাসে
প্রেমময়তা কবি ও কবিতার
সম্মিলিত উচ্চারিত শব্দে কেঁপে
উঠে রাত গান গায় দিবসের,
জীবন ও প্রেমের মধ্যেই সীমাবদ্ধ
মানবজীবন নদীও মোহনায়
মেশে জল সেও অবিনাশী প্রেমে,
যাত্রা শুরু হলো নরককুণ্ডে শেষ
সমাপ্তির মাঝে সেও প্রেমই-
মানুষের খুঁজে স্বর্গ, প্রেমহীন
সংসার সেতো প্রেমময়ী নয়;
মানুষ খুঁজে যে মানুষ তাকে কেন
অমানুষ করে দুঃসহ সমাজ-সংসার, যুদ্ধ শুরু হলেও সাম্যের
চির আনন্দে খুঁজে পথ প্রেমেরই
গানে।

_______
লালমনিরহাট
সকাল: ৮.৩০মি:
০৯.০৯.২০২৪