স্বপ্ন দেখে
ছুঁয়ে প্রেম
তুমি প্রেমিক
তোমার দেশপ্রেম, আওয়াজ
তুলে যে শ্লোগানে মুষ্টিবদ্ধ
হাত যে হাতে ছুঁয়েছিল
প্রেমিকা,
রাজপথ উত্তাল মিছিলে
মিছিল, সেইজন
সে তোমার প্রিয় স্বজন।
প্রগতির চাকা রাখতে সচল
তার জন্য মিছিল আর
মিছিল, এসো বিপ্লবে
সাম্যের চির আনন্দে
মুক্ত কর ভয়
হবে হবে জয়,
বিপ্লব আসে মানুষের চির
কল্যাণে।
__________
লালমনিরহাট
২৭.০৩.২০২৪