একাকিত্ব গিলে খায়
সময়, দিন রাত দারুণ সব
মুহূর্ত, খেয়ে ফেলে সমস্ত,
আমি আকাশ দেখি অপলক
চেয়ে গাঢ় নীলে আর লীল
আকাশ খুঁজি।

তুমি নেই, নেই প্রিয় আপন
স্বজন, আছে শুধুই
একাকিত্ব, সমুদ্র পাড়ে
বালুতে লুকিয়া থাকা জল
বালু খুঁজে সমুদ্র জল আর
আমি সমুদ্রের গভীরতা
খুঁজতে চেয়ে চেয়ে থাকি
অবিরত।

০৭.০৫.২০২৪