কি করে সব ভুলে থাকো?
ভুলেই কি গেলে সেই দিনগুলোর কথা?
অনুভূতিমাখা স্পর্শ আবেগে জড়ানো
ভালোবাসা!
যদি ভুলে থেকে আনন্দিত হয়ে থাকো
সুখময় দিন পেয়ে থাকো তব না হয় সেই
সুখে ভুলে থাকবার চেষ্টা করবো তোমাকেই।




_______
সম্পাদনা
লালমনিরহাট।
১৯.০১.২০২৫