যদি তুমি সূর্যকে ঢেকে দেবে ভেবে থাক;
তবে মূর্খ তুমি
সূর্যকে আটকিয়ে ফেলা সেতো সহজ কথা নয়।
একটা হৃদয় চাই
চাই একটা সুন্দর স্বপ্ন
সাথে বিপ্লবী মন, স্বপ্ন এবং বাস্তবতা নিয়ে সংগ্রাম, মুক্তবুদ্ধির মানুষকে মূল্যায়ন তাহলে নিশ্চিত বিপ্লব সফল হবে।
বড়ো বেশি আয়োজন প্রয়োজন নেই; সূর্য আলো দেবেই
সে যতই অন্ধকার হউক,
সাম্যের কবি তুমিতো বিপ্লবী,
বিপ্লব আসবে আসছে বিপ্লব।