তবুও বসন্ত আসে আসে
প্রেম জাগানিয়া তুমিও
এসেছো আমার বসন্ত হয়ে,
একটা স্বপ্ন আসে আসে
প্রেম, আমি কোকিল হতে
চাইনি চাইনি বিরহী গানে
পাগল হতে।

যতই দেখি তোমাকে মুগ্ধ হই
মনের ভেতরে তোমাকেই
আঁকি না না রঙের আবীরে
সত্যিই তুমি হৃদয়ের রঙ যেন
আবীরখেলো সমস্ত শরীরে,
ভালবাসা বুঝি এমনিই শুধুই
ছুঁয়ে যায় কাঁপন উঠে।

বসন্ত বাতাসে ফাগুনের
আবেশে তুমি চির বসন্ত
আমার, তুমি যে চির বসন্ত
যে বসন্ত উৎসব সাজায়
আগামীর চির আনন্দে, তুমি
সত্যিই বসস্ত আমার।




_____________________
লালমনিরহাট
সন্ধ্যা; ৬টা ৩৫ মিঃ
২৮.০২.২০২৪