নীলাঞ্জনা
বসন্তের কোকিল হতে চাইনি
কোনদিন, শুধুই বিরহী সুরে
পাগল হব আর সুজন পেলে
পালিয়ে যাব! তোমার
অনুভূতি আমাকে আজও
বসন্ত বাতাসে উষ্ণতা এনে
দেয়।
নীলাঞ্জনা
তুমিই ভালোবাসা যার স্পর্শে
জাগিয়ে স্বপ্ন যে স্বপ্ন
দিনবদলের দিনে এসেছে
প্রশান্তির সুর, হ্যাঁ
পরিবর্তনের আবরণে
পরিবর্তিত হইনি আমি, আছি
আগের মতো যা প্রথম
দেখায় দেখেছিলে তুমি।
______________
সম্পাদনা
১০.০২.২০২৪