(অনুকবিতা)

এইযে ভালোলাগা
এইযে কাছে আসা
ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছা
সবই প্রেমময় অনুভূতির
অনন্য সৃষ্টি,
মাধুরীময় গানে গেয়ে উঠে
বসন্তের কোকিল প্রেমিক
হয়ে হয় উদাসী সেও প্রেম,
এযে প্রেম অনিন্দ্য প্রকাশে।


__________
০১.০২.২০২৪