সমুদ্র জলে স্নানে একটা স্বপ্ন
বিসর্জন দিয়ে কখনো কি
জয়ী হওয়া যায়? না এটা
ভুলে গেলে চলবে কেমন
করে প্রেম আছে বলেই মানুষ
স্বপ্ন দেখে নিদারুণ সব কষ্ট
ভুলে।
তোমার কোন তুলনা হয়না
অভিমানী বড়ো অভিমানে
লুকায় মুখ বিশ্বাস যেখানে
পরাজিত হয় দূরে গেলে
দূরত্বের দেয়াল বড় হয়।