ভাল আছিস অরিন্দম
অনেকদিন দেখা হয়নি!
তোর লেখা নিয়মিত পড়ি
খুব ভাল লিখিস তুই,
মাঝেমাঝে লেখাগুলোর
মানে খুঁজে বেড়াই যদিও
আমি জ্ঞানী মানুষ নই,
জ্ঞানীদের কাতারেও
পরিওনা, সাধারণ মানুষ,
তোকে কাছে পাইনা
অনেকদিন যদিও তুই দূরেও
নস।

তুমি আছিস ভাল এটা বুঝি
এবং মানিও কত ব্যস্ত তুই
কতশত কাজ, লেখালেখি
নাটক গান আর আবৃত্তি
সবমিলিয়ে দারুণ সময়
অতিবাহিত করছিস,
কাকিমা কেমন আছে?
কতদিনে উনার হাতের
রান্নাও খাওয়া হয়না!
অসাধারণ রন্ধন শিল্পী কাকি,
মাও তাই বলেন, কাকিমাকে
প্রণাম জানাস আমি ভাল
আছি।

আমাদের দিনগুলো খুব ভাল
ছিলরে সারাদিনই কাজ আর
কাজ নিয়ে ব্যস্ত থাকতাম,
কি যে মজার সেই দিনগুলো
ভাবলেই আনন্দ হয়!
সাংস্কৃতিক কর্মকাণ্ডে যারা
থাকে আমি দেখি শুধু তারাই
দেশ আর মানুষকে নিয়ে
ভাবে, আমি ভাগ্যবান সেই
জন্য তোদের মত বন্ধু পেয়ে।

তুই কেন তোর বই বেড়
করছিস না সব লেখা
মিলিয়ে একটা বই
অন্ততপক্ষে প্রকাশ করা
দরকার; তুই চাইলে আমি
কিন্তু সহযোগিতা করতে
পারি যদি তুই চাস! নিজেকে
লুকিয়ে আর কতদিন রাখবি
এবার বইটা বেড় কর; আমি
বলছি অনেক পাঠক প্রিয়তা
পাবে তোর বই।

ভাল বইয়ের অভাব খুব
সমাজে তাই তোকে অনুরোধ
করি! তুইতো আবার
অভিমানি আমার কথা
রাখবিনা আমি নিশ্চিত,
নিজের দিকেও তাকাতে হয়
একবার ভাবিস কথাগুলো
রাগ করিসনা কিন্তু! যতই
দূরে আমরা থাকিনা কেন,
রয়েছি হৃদয়ের কাছে খুব
পাশে, তুই ভাল থাক আমার
কথা একবার হলেও ভাবিস
কিন্তু অরিন্দম।



____________
লালমনিরহাট
২৭.০৫.২০২৪