অঢেল সময়
তবুও মনে হয় একটুও সময় নেই;
ছুটি তবু যেন শেষ হয়না ছুটে
চলা, জীবন আর মৃত্যুর ব্যবধানে হারিয়ে যাওয়া শুভমুহুর্ত যেন বঞ্চিত অপরাধ; এরকম অনুভূতিহীন নীতিবিবর্জিত অফুরান সময়।
কখনো মনে হয় একা শুধুই একা,
যদিও আমার কেউ আছে
বলে জানা নেই!
অঢেল সময়
তবুও সময় নেই,
শুধু নেই আর নেই।

গাড়ি নেই বাড়ি নেই সম্পদ
তাও নেই
যদিও আমার কিছু থাকতে
আছে; এগুলো বলাটাও বিলাসিতা ছাড়া কিছু আছে কী? অঢেল সময় যেমন
সময়, নেই প্রিয় মানুষ নেই! নেই তুমিও নীলাঞ্জনা,
আত্মীয় পরম আত্মীয় তাই
যেন কেউই নেই, সবার কি সব
থাকতে হবে নাকি; একথা তুমিই বলেছিলে।

_________
০৫.০৯.২০২৪