নীলাঞ্জনা
একটা স্বপ্ন বিক্রি করতে চাই
অনিবার্য পরিণতি ভেবে প্রগাঢ় স্বপ্ন!
কিনবে স্বপ্নটা? সত্যি বলছি অনেকটা সময়
নিয়ে টুকরো টুকরো স্বপ্নগুলো জোড়া
লাগিয়ে একটা প্রগাঢ় স্বপ্ন বানিয়েছিলাম।
নীলাঞ্জনা
অবিরাম চেষ্টায় দিনবদলের গান বেধেছিলাম
সাম্য এবং প্রগতি, যার শেষ হবে অনিন্দ্য-সুন্দর, মোটা ভাত ফসলী জমি সবুজময়তায়
ঘিরে সমাজ দেশ আর গোটা পৃথিবী
স্বপ্ন এবং বাস্তবতা মিলিয়ে প্রশান্তি আসবে।
নীলাঞ্জনা
স্বপ্ন বেচে স্বপ্ন দেখা তুমি কি সেই দলে?
স্বপ্ন দেখিয়ে যারা অন্ধকার চাপিয়ে বুকের ভেতর; তুমিও কী তাদের দলে?
এখনো জেগে আছে প্রগাঢ় স্বপ্ন এখনো
জেগে আছে জ্যোৎস্নাময়ী রাত কোন কৃষ্ণপক্ষ আর আসবেনা দেশ কিংবা
পৃথিবীতে এরকম প্রতিশ্রুতি পেলে স্বপ্নটা
বিক্রি করবো বলে দিলাম।
________
সাপটানা সড়ক,
লালমনিরহাট।
২৭.১২.২০২৪