(অনুকবিতা)
স্বপ্ন যেমন খুঁজে বিশ্বাস
তুমিও নিশ্চয়ই সেরকম
খুঁজেছিলে প্রেম জাগানিয়া
গান যার প্রতিটি সুর এখানে
জয় করে পরম সত্যকে, তুমি
পরাজিত হলে তার কাছে যে
পরাজয় সেটাই প্রেম এবং
ভালোবাসা, সত্যিই বলি
পরাজিত হতে চাই যে
পরাজয় বন্ধন হয় বিশ্বাসে
ভালোবাসায়।