শোকে কাতর নই;
বিপ্লবীদের কোন শোক থাকতে
নেই, রক্তে লাগিয়েছি আগুন সেও
বিপ্লবের, সাম্যের চির আনন্দে-
খুঁজে নিয়েছি পথ সেও বিপ্লবের,
মানুষের মুক্তি ক্ষুধার্ত চোখ খুঁজে
নিয়েছিল অন্ন বস্ত্র বাসস্থান তাতো
পাইনি মানুষ।
অবিনাশী গান পথে প্রান্তরে
বিপ্লবের আগুন রক্তে উনিশ শো
একাত্তর, সাম্যের পথ প্রেমের গানে
বেঁধেছি সুর বিপ্লবী প্রেমিকের মত
আবিস্কার প্রেমিকা তাও কবিতার।
সব মেনে নিয়ে কোন আলোর
ভাসাতে চাইছিলে একথা ভুলে
গেলে এতো সহজে? বিপ্লবী সেজে
শুধু গলা ফাটালেই বিপ্লবী হওয়া
যায় কী?
মনুষ্যত্ব ভূলন্ঠিত করে কোন বিপ্লব
দেখালে?
মানুষ বাঁচলে মানুষ বাঁচবে এ-কথা
এতো সহজে ভুলে গেলে।।

____________
সাপটানা সড়ক, বাহাদুর মোড়
লালমনিরহাট।
১৪.১২.২০২৪