মধ্যরাতেও জাগিয়ে রাখো
ওগো সুপূর্ণিমা!
এখনো জাগিয়ে রাখো মনের
আনন্দে
আবার
বিমোহিত কর,
কর আলোকিত- কবিতায়
গানে আর অনিন্দ্য
ভালোবাসায়।
তুমি অবিনাশী
তোমার অস্তিত্ব জুড়ে থাক
মানুষের মানবিকপ্রেম জয়ী
হোক সুখময় স্বপ্নে।
জ্যোৎস্না এবং কবিতা
এখানে খুঁজে ফেরে কবি
অনন্ত ভালোবাসা
তুমিও ঠিক তেমনি প্রগাঢ়
স্বপ্ন এবং বিশ্বাস জুগিয়ে
দেয় প্রেম আর ভালোবাসায়।