নীলাঞ্জনা
কতো দিন দেখিনি,
অথচ-
অনুভবের দরজায়-
নিত্য টোকা দিয়ে
যাও! তোমার সতেজ
ভালোবাসারা-
শুধু পাপড়ি-ই মেলে,
কখনো ঝরে যায় না!
তোমায় গায়ের গন্ধটা সত্যিই এখনো ভুলিনি কিন্তু।।

_______
সম্পাদনা
শিববাটি, বগুড়া
০১.১২.২০২৪