তুমি হয়তো বদলে গেছো
আর আমি আছি আগের
মতো যা প্রথম দেখায়
দেখেছিলে তুমি।
বদলাতে চাইনি নিজেকে
আসলে বদলে যাওয়াই যদি
তোমাকে ভালো রাখতে পারে
তবে তুমি ভালোই করেছো
বদলে গিয়ে।
শুভময় অনুভূতি তোমাকে
স্পর্শ করুক তুমি ভালো
থেকো খুব ভালো, যতবার
ভুলে থাকতে চেয়েছি তবু
কেন ঘিরে থাকছো আমাকে।
সত্যি বলছি ভুলেইতো
থাকতে চাই ভুলে যেতে চাই
সব স্মৃতি, মাধবকুণ্ড ঝর্ণার
জল, কালো পাহাড় কিংবা
তোমার সাথে ঘুরে দেখা
গোটা শহর সবকিছু ভুলে
থাকতে চাই।
দিনের শেষে ঘরে ফিরে আর
যেন তুমি ঘিরে না থাকো সব
ভুলে সত্যিই ভুলে যেতে চাই
একা হলেও একাই ভুলে
থাকতে চাই।