ইলোরা
নদীর মতো চলমান জীবনে
কতটা বদলে গেছো তুমি
আজ আর জানতে চাইবোনা।
তুমিতো বদলে গেছো
সময়ের নিয়মে
যা ছিলে তুমি;
আমি আছি আগের মতো
পরিবর্তনহীন।
মাধবকুণ্ড ঝর্ণার অবিরত শব্দমুখর জলে
আত্ম স্বরে উচ্চারিত প্রেম তাকেও কি
অস্বীকার করতে পারো?
পাহাড় আর সমুদ্র মাঝে
সবুজময়তায় রক্ষিত প্রেম
তাকে ভুলে গেলে-
পরাজিত সমস্ত প্রেমিক প্রেমিকা
একথা ভুলে গেলে চলবেনা।।







__________
সম্পাদনা
লালমনিরহাট।
৩০.১২.২০২৪