নীলাঞ্জনা
সব কিছুতেই ভুল খুঁজে কি লাভ! একটু অন্যরকম চিন্তাও করা যায়, সাধারণ ভাবে ভাবলে কি এমন সমস্যা বলতে পারো? মুক্তবুদ্ধি চর্চা করতেই পারো, সব জটিল করে ভেবোনা; সাধারণ হও তবেইনা জয়ী হবে প্রেম আর প্রেমময় ভালোবাসা।
যে রাত্রে অমানিশা গিলে গেলো চাঁদ এবং জ্যোৎস্নাময়ী ভালোবাসা তখনতো একটা প্রশ্নের খুজতে চাইলেনা তোমরা; অথচ এখন সবকিছুর মধ্যে জটিলতা খুজতে চাইছো! কি দারুণ তোমাদের চিন্তা; বিস্মিত না হয় পারছি কোথায়; আশ্বাস আর বিশ্বাস গুলিয়ে ফেলনা কিন্তু।
অনিন্দ্য প্রকাশে উচ্চারিত সত্যির যদি হয় ভালোবাসা তবে বিশ্বাসের বাতিঘরে কেনইবা অবিশ্বাসের জাল বুনেই চলছো? প্রশ্নে জন্ম হলে উত্তর কিন্তু তুমি এবং তোমাদের দেয়া দরকার; সব ভুল তুমি সত্যি এটা কেন বলছো বারবার?
'সূর্য যতই তেজোদৃপ্ত হোক না কেন তারও কিন্তু শেষ বিকেলের ভয় আছে' একথা ভুলে গেলে তখন কি তোমাদের হুশ হবে! অনুযোগ অভিযোগে নিজেদের বন্দি না রেখে স্বপ্নিল পথ চিনতে হবে ইতিহাস তবে কি সত্যিই ভুলে গেলে নীলাঞ্জনা।।
_________
লালমনিরহাট
১৯.০৮.২০২৪