চাঁদ হীন আকাশ এখানে
অন্ধকারই জয়ী,
কবি ও কবিতা স্তম্ভিত,
আজ আর লিখে কি কাজ;
চাঁদ যেন হারিয়ে গেলো!
ভয়ানক ভয় চারপাশ লুকায়িত
অন্ধকারে মানুষ যদি অন্ধ হয়
জয়ী তবে নিশ্চিত পরাজয়ী, এই
নিগুঢ় অন্ধকারে পরাজিতরাই
তাণ্ডবলীলায় লুণ্ঠিত সভ্যতা শেখায়।
১৭.০৭.২০২৪