কালো মেঘ দেখে ভয় কেন পাও সব মেঘে
কি বৃষ্টি ঝরে? অন্ধকার যতই প্রগাঢ় হোক
তারও আলোর ভয় আছে।
আলো আঁধারে নিঃশব্দে কাঁদে দেশ, মানুষ,
অন্ধকার গিলে খেতে চাইলেও ধৈর্যসহকারে
অপেক্ষা কর আলো আসবেই ঘুচাতে সমস্ত অন্ধকার।
মেঘ দেখে ভয় পেতে নেই! সব মেঘ ঝরায়
না বৃষ্টি, অপেক্ষা কর অপেক্ষা স্বপ্ন দেখায়,
আলো আসবেই যতই অন্ধকার হোক।
___________
বাহাদুর মোড়,
লালমনিরহাট।
১৭.০১.২০২৫