লীলাবতী
যদি বন্ধু হই
যদি ছুঁয়ে দেই হৃদয় তোমার,
তুমিও এসো ভরা জ্যোৎস্নায় আর আমি না
হয় সেই অপেক্ষায় রইলাম।
অবগাহন করবো দুজন-
ভালোবাসা প্রেমময় ভরা জ্যোৎস্নার প্লাবনে।।



(অনু কবিতা)
____
১৮.০১.২০২৫
লালমনিরহাট।