নীলাঞ্জনা
ইচ্ছেরা খুঁজে নেয় তোমার দেয়া
ভালোবাসা, পরম দুঃখকে
জয় করে অনন্ত বিশ্বাস,
তুমি বলেই না সুখ
এসে ছুঁয়ে যায় মনের
কোণে,
স্বপ্নরা জেগে উঠে
মাখিয়ে প্রাণের স্বাদ মুগ্ধতা
ছুঁয়ে, তোমার
স্পর্শমাখা অনুভূতিতে-
উদ্ভাসিত হল প্রেম চাঁদের
ভরা জ্যোৎস্নায়।
___________
সম্পাদনা
লালমনিরহাট।
১৫.১২.২০২৪
বিক্রমাদিত্য গুপ্ত