লুকায়িত কামনা রক্তে
লাগে আগুন ছুঁয়ে যায় পুড়ে
যায়, তবুও প্রেম অবিনাশী
বড়ো বেশি প্রয়োজন,
মিটিয়ে পিপাসা যতই হোক
রক্তের প্রগাঢ়তা।
স্পর্শে পুড়ে গেলে আনন্দ
বাতাসে ভেসে উঠে
লজ্জাবতী, হাসে চাঁদ গেয়ে
উঠে গান প্রাণে আনে প্রাণ
ঝরে পড়ে জল দুজন তখন
হেসে উঠে খলখল।