সময় বদলে গেল
তুমিও সেই ঠিক বদলে
গেলে, আমি আছি সেরকম
যা প্রথম দেখায় দেখেছিলে,
বদলাতে পারিনি হইনি
পরিবর্তন আছি আগের মত
যা প্রথম দেখায় দেখেছিলে।
সময় ভাল নয়, ভাল হবে
নিশ্চয়ই,
তুমিতো দূরে কতটা দূরে
তৈরি করছো দূরত্বের দেয়াল,
সময় ভাল হলে ফিরে
আসবে যদি তাই ভেবে থাক
তবে ভেবে নিও আমিই ভেঙ্গে
দেব সেই দূরত্বের দেয়াল।