যা বলছেন ভেবে বলছেন তো?
অপেক্ষা করছে দেশ জনপদ ও এই বাঙলা এবং বাঙালি; প্লিজ একটু ভালো করে ভেবে বলুন।
স্বপ্ন দেখিয়ে কোন লাভ নেই অনেক স্বপ্ন আগেও দেখিয়েছেন কিন্তু সেই স্বপ্নের সাথে আপনি এবং আপনারা দুঃস্বপ্নে পতিত হয়েছিলেন! আমরা ভুলিনি সেই দুঃস্বপ্নের কথা; তবে কি সেই দুঃস্বপ্নে এখনো রাখতে চাইছেন।
সময় ফুরিয়ে যায় আসেনা সুদিন আর কত অপেক্ষা বলবেন কী?
দেশ ও প্রান্তিকতায় মুগ্ধতা মিশিয়ে অপেক্ষা যদি আসে সুদিন; যা বলছেন ভেবে বলছেন তো?
___________
০৬.০৯.২০২৪