(উৎসর্গ : সালমা খান নুপুর)

খুঁজে ক্লান্ত হইনি,
এখানে খুঁজি তোমাকেই
এইযে প্রেম
এইযে মুগ্ধতা
সবই ভালোবাসা
অভিনয় নয়
বিশ্বাস যেখানে দেখিয়েছে
স্বপ্ন,
না ক্লান্ত হইনি
যদি ছুঁয়ে দাও শরীর আমিও
বৃষ্টি হবো
ভিজিয়ে দিতে তোমার
শরীর।

খুঁজে ফিরি ঘর অনন্ত বিশ্বাস
লুকায়িত কামনা
অবিনাশী প্রেম
তুমিতো স্বপ্ন যেখানে বিশ্বাস
হয়ে জয় কর আমারই সমস্ত,
অবিরাম ছুঁয়েছি যাকে তাকে
ভালোবেসে গ্রহণ করি,
জয় করি সুখ যে সুখ তোমার
মুখ দেখে আশ্রয় খুঁজি।