চুপ করে আছো
নাকি করেছো চোখ বন্ধ,
অন্ধত্ব মেনে নিয়ে ক্রমশ
তলিয়ে যাচ্ছো?
অন্ধকারই যদি জয়ী হয়
গিলে খাবে সব অর্জন; মেনে
নিয়েছো সব যা হচ্ছে
চারপাশে, আজকাল যদিও
কোন ঘটনা বেশি সময় স্থায়ী
হয়না।

জেগে ঘুমানো ভান করছো,
জেগে ঘুমালে তাকে কি করে
জাগাবো? ইদানীং যে প্রশ্নের
জন্ম হয় প্রতিনিয়ত তাকে
এড়িয়ে গেলেই মুক্তি আশা
করো, তা যে বড়ো বোকামী,
সব গিলে খেয়ে ফেললে
তখন জেগে কি লাভ।

কেন যে আজকাল সব মেনে
নাও তোমরা আপন মনে
জিজ্ঞাসা করে দেখেছো কি?
মানুষ উত্তর খুঁজতে গিয়ে
ক্লান্ত হয়ে যায় কিন্তু তুমি
এবং তোমরা যে পাষাণ
চাপিয়ে দিয়েছো সাধারণের
বুকে।

নিশ্বাস বন্ধ হয়ে গেলে সব
খেলার হবে অবসান তখনো
কি চুপ করে থাকবে! আশা
নিরাশার দোলায় যাদের
ভাগ্যবিধাতা সাজতে চাইছো
তারাও কিন্তু সব মেনে নেবে
ভেবে থাকলে মস্ত বড় ভুল
করবে তোমরা।



________________
ময়মনসিংহ
১৫.০৬.২০২৪