তোর প্রেমে আমারও প্রেম
জেগে উঠে, মনের কোনে
তুইতো অবিনাশী যার কোন
শেষ নেই!
অদৃশ্য ভালোবাসা ভর করে
শরীরে মনে, ভালোবাসা বুঝি
এমনই;
ভালোবাসার অবিনাশী প্রেমে
আজ না হয় আমিও প্রেমিক
পুরুষ;
আজ না হয় জীবন জয়ের
গানে
তোর প্রেমে বাধি সুর
চিরন্তন।
তোর প্রেমে...