কতশত অপেক্ষা একটি
কবিতার জন্য, লিখবো
কবিতা যার প্রতিটি লাইন
জুড়ে থাকবে মানবতার
জায়গান সাম্যের চির
আনন্দে গাইবে গান কৃষক
শ্রমিক মজুর।

তবুও অপেক্ষা তবুও স্বপ্ন
দেখা একটি কবিতার জন্য,
এমন কবিতা লিখতে চাই
অনিন্দ্যসুন্দরে কবিও
কবিতার সম্মিলিত উচ্চারণে
কেঁপে উঠবে সমাজসংসার।

কবিতার জন্য অপেক্ষায়
কবি চিরনতুন জাগরণে
বিপ্লব হবে হবে চেতনার
পরিবর্তন, বদলে যাবে
সমাজ সোনালী সূর্যের ডাকে
বেরিয়ে পড়বে মানুষ।




____________
সম্পাদনা
১৬.০২.২০২৪