ইলোরা
যতবারই দেখিনা কেন মেটেনা
চোখ ও মনের তৃষ্ণা,
বুকের ভেতর রয়ে যায় অবিরাম
তৃষ্ণা, প্রাণবন্ত হাসি কিংবা চোখ
সেখানে খুঁজে পাই ভালোবাসা।
অবিনাশী কবিতার উচ্চারিত
শব্দের মন্ত্রের মতো প্রেম।
রাতজাগা পূর্ণিমার ভরা জ্যোৎস্না
যেখানে অবগাহন করে প্রেম লুকায়িত রঙিন স্বপ্ন, শতবার
হাজার বার বলি ভালোবাসি।





________==____
লালমনিরহাট।
২৫.১২.২০২৪