জলে স্থলবেষ্টিত ঘর উঠোনে হাটু জল, জল ডিঙিয়ে খাবার জল আর স্নান, সংসার নিয়ে সংসারী প্রিয়তম পিতার অবর্তমানে প্রিয় মা তিনিই প্রতিমুহূর্ত সংগ্রাম করছে বানভাসি জলের সঙ্গে।
মনুষ্যবিহীন মানুষ সৃষ্টো জলাবদ্ধতা! অসহায় সন্তান মায়ের মলিন মুখটা দেখে নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে উঠে, এত জল দুবছর আগেও আসেনি এই বাড়ি! হতাশা গিলে খায় চারপাশ।
বিবেকের জালে বন্দি জনপ্রতিনিধি, সন্তান অতিবাহিত করে দুঃসময়, আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন কেন এত কাঁদে আকাশ? কেন বিষিয়ে তোলে আপন সৃষ্টিকে? নিজের প্রশ্নের জালে বন্দি হয় মানুষ।