এভাবে বলতে নেই
দূরত্ব তৈরি হয় তাহলে কেন
ভুল বুঝচ্ছো নীলাঞ্জনা!
কেনইবা তৈরি করতে চাও
দূরত্বের দেয়াল, ভুল ভাবছো
তুমি এবং ভুল সব চিন্তা
দূরত্বে গেলেই যদি ভুলে
থাকা যেত সবাই দূরে
থাকতে চাইতো।
ভুল ভেবে দূরে গেলেই সব
সমস্যার সমাধান নয়,
ভালোবাসা সেও এক
অবিনাশী পাওয়া যার শেষ
বলে কিছু নেই আছে
প্রগাঢ়তা যা ভালোবাসায়
জড়িয়ে রাখে মন যেখানে
মিশে থাকে অন্তকাল।
শুধু সুখ খুঁজে দেখতে চেওনা
জয় কর দুঃখেকেও জয় কর
বড় আপনরূপে বিশ্বাস রেখ
সমস্ত সত্ত্বাকে,
অভিমানে যদি লুকিয়ে থাকো,
যদি দূরে রাখ আপন সৃষ্টিকে
তবে কেমন করে জয় করবে
সৃষ্টিকে।