অন্ধত্ব গিলে খেলো সবকিছু
অন্ধত্ব মেনে নিলো অন্ধ মানুষ,
পরাভূত গ্লানি ভুলে যায়নি অন্ধরা! এখানে পরাজিতরা আস্ফালন করে প্রতিনিয়ত, অন্ধত্ব অজ্ঞান মাধকতায়।
অন্ধত্ব মেনে নিয়ে কোন আলো পথ দেখাতে চায় বুঝবে তোমরা?
জয়ীরা যে ইতিহাস লিখেছিল সেও ছিল ভুলে ভরা।
তাহলে পরাজিতরা যদি ইতিহাসের সন্ধিক্ষণে প্রতিশোধ নিতে উতালা হয়ে উঠে আপনি কি এখনো চুপ করে থাকবেন? নাকি সব মেনে নিয়ে আত্মশুদ্ধি করতে চাইছেন?
_________
লালমনিরহাট
২২.০৭.২০২৪