আমি চোখ বন্ধ করলে
কেন তুই সামনে চলে
আছিস?
এখন তোর পথ অন্যরকম
যেখানে তোর সাথে হেটে
চলে অন্যকেউ
আমিতো অতিত ধুসর।
তোর উষ্ণতা অনুভব করি
চোখ বন্ধ করলে টের পাই
তোর উপস্থিতি,
আমার সমস্ত অনুভূতিতে
তোর অবস্থান আছে আগের
মতোই!
আমি যে তোর কাছে ধুসর
অতিত।




___________
শুভ নববর্ষ ১৪৩১
সবাইকে আন্তরিক প্রীতি ও
শুভেচ্ছা।