শেষ রাতে তুমি তখন নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলে; বাঙলা ও বাংলাদেশের দুঃখী মানুষের সুখময় দিন আনবে বলে, তোমার অবিনাশী কবিতার মতো উচ্চারিত শব্দে ৭ই মার্চের মঞ্চ কাঁপিয়ে বলেছিলে এই দেশকে মুক্ত করবেই; মুক্ত তুমি করেছিলে ঠিকই।

যে রাতে স্বপ্নে বিভোর থাকবার কথা ছিল কিন্তু কামান আর গুলির শব্দে জেগে উঠেছিলে তুমি অকস্মাৎ কোনকিছু বুঝবার আগেই থেমে গেল সব; অস্তিত্বের মহা সংকটে পরে গেল তোমার প্রিয় বাঙলা মা বাঙলা মায়ের সন্তানরা এবং এই বাংলার মাটি।

মৃত্যুকে আলিঙ্গন করে তুমি চলে গেলে মহাশূন্যে আর হয়তো বলে গেলে হে বাঙালি তোমরাই আমাকে হত্যা করলে! মনুষ্যত্বহীন মানুষ ওরা পিতা মানবতার লেশমাত্র ছিলনা তাদের যারা তোমাকে হত্যা করেছিল; কিন্তু ইতিহাসের আদিপর্বে তুমিতো মহানায়ক বাঙালির রাখাল রাজাই।

রাজনীতির কবি হয়ে সাম্যের চির আনন্দে তুমিই গেয়েছিলে গান: " আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও বাঙ্গালী জাতীয়তাবাদ ছিন্নবিচ্ছিন্ন করে ওরা চাইলো শোষণ নিপীড়ন করে আমাদের দাবিয়ে রাখতে; তার নমুনা তুমি নিশ্চয়ই দেখছো পরপারে বসে।

চেতনার মুজিবকে কে রুখে পিতা, পিতা হত্যার বিরুদ্ধে কেঁপে উঠে বসুন্ধরা এখনো প্রতিবাদে প্রকম্পিত হয় রাজপথ জেগে উঠে মানুষ প্রান্তিকতায় মুষ্টিবদ্ধ হাতে আওয়াজ তোলে: 'তুমি কে আমি কে বাঙালি বাঙালি' তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে।





_______
১৪.০৭.২০২৪