শুণ্যতা ঘিরে থাকে
অবিরাম সুখ খুঁজে প্রান্তজন,
লুকানো শকুন দেবে প্রশান্তি,
আশা যদি হয় দুঃস্বপ্নে পরাজিত
মানুষ ও সভ্যতা, নদীর জন্ম হবে
অপেক্ষা সেই সময়ের, নিরাশার
চাদরে আস্থাশীল যদি উঠে সূর্য
আলো দেবে বিবেকের প্রান্তে,
কিছু শূন্যস্থানে থাকে আলোকবর্ষ
অপেক্ষা যদি দেয় প্রশান্তি।।

-------------
লালমনিরহাট
০৩.০৮.২০২৪